মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (COVID-19) প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি কক্সবাজার জেলা প্রশাসন নাগরিকদের টেলি চিকিৎসা সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে। এজন্য ডা. তাহমিদুর রহমানের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম রাত দিন ২৪ ঘন্টা কাজ করছে। সর্দি, কাশি, জ্বর, মাথাব্যথা, বমি ইত্যাদি প্রাথমিক পর্যায়ের রোগের জন্য ০১৫৩৪২২১২৭২ নাম্বার মোবাইল ফোনে নিঃসংকোচে কল করতে বলা হয়েছে। করোনা ভাইরাস (COVID-19) প্রতিরোধে কক্সবাজার জেলা প্রশাসনের মানবিক এ উদ্যোগকে জেলাবাসী স্বাগত জানিয়েছেন।

এবিষয়ে কক্সবাজার জেলা প্রশাসনের নিজস্ব পেইজবুক পেইজে একটি পোস্ট দেওয়া হয়েছে। পোস্টটি নিন্মে হুবহু তুলে ধরা হলো :

“বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অনেক রোগী হাসপাতালে চিকিৎসা নিতে পারছেন না। সর্দি, কাশি, জ্বর, মাথাব্যথা, বমি ইত্যাদি সহ বিভিন্ন অসুখের ক্ষেত্রে জেলা প্রশাসন, কক্সবাজার এর উদ্যোগে একজন চিকিৎসক ২৪ ঘন্টা টেলিফোনে সেবা প্রদান করবেন। যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন-

ডা. তাহমিদুর রহমান
ফোনঃ ০১৫৩৪২২১২৭২

জনস্বার্থেঃ জেলা প্রশাসন, কক্সবাজার।”