মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

১৭ মার্চ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিনটি উদযাপনের জন্য কক্সবাজার জেলা প্রশাসন দিবারাত্রি বর্ণাঢ্য অনুষ্ঠানমালা সাজিয়েছে।

গৃহীত অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে, ১৭ মার্চ ৬ টা ৭ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, জেলার সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ স্মরনীতে জেলা প্রশাসন উদ্যোগে প্রতিষ্ঠিত ‘অরুণোদয়’ স্কুলে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। সকাল ১০ টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানমালার উদ্বোধন। সকাল ১১ টায় গৃহহীনদের মাঝে গৃহপ্রদানের দলিলাদি হস্তান্তর। সকাল সাড়ে ১১ টায় সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান। দিনের সুবিধাজনক সময়ে মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা। শিশু পরিবার, শেখ রাসেল শিশু পূর্ণবাসন কেন্দ্র, হাসপাতাল, কারাগার ও ছিন্নমূল শিশুদের মাঝে খাবার ও মিষ্টান্ন বিতরন। জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সীমিত পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠান, প্রধানমন্ত্রীর চিঠি পাঠ, মিষ্টান্ন ও দুপুরের খাবার বিতরণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত ভিডিও ক্লিপস, ফুটেজ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সারাদিনব্যাপী প্রদর্শন। সন্ধ্যা সাড়ে ৭টায় সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে জাতীয় অনুষ্ঠান সম্প্রচার এবং রাত ৮ একইস্থানে জনসমাবেশবিহীন আতশবাজি ফোটানো।

এদিকে, কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের সকল অনুষ্ঠানমালায় উপস্থিত থাকার জন্য জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।