বার্তা পরিবেশক ॥
নারী অধিকার প্রতিষ্ঠা করি, সমতার সমাজ গড়ে তুলি, এ স্লোগানকে সামনে রেখে উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নে পাতারবাড়ী ছালেহ বুলবুল কিন্ডার গার্ডেনের হল রুমে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৯ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের র্যালী ও আলোচনা সভা উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সরওয়ার আলম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য দেন, উখিয়া উপজেলা পুলিশিং কমিউনিটি ফোরামের সাধারণ সম্পাদক একেএম শহিদুল্লাহ কায়সার। ইউএনডিপি কক্সবাজারের এর সহযোগিতায় একলাব বাংলাদেশ এর আয়োজনে ছালেহ বুলবুল কিন্ডার গার্ডেন স্কুলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, নারীদের ওপর হওয়া বৈষম্য, নির্যাতনের বিরুদ্ধে নারীদের সচেতন করাই নারী দিবস পালনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। নারীর অধিকার অর্জনের লক্ষে নারী পুরুষ সম্মিলিত ভাবে কাজ করে যাব। একজন মেয়ে হিসেবে ও ছেলেদের পাশাপাশি মেয়েরাও পরিবারের দায়িত্ব নিতে পারে।
একলাবের প্রজেক্ট ম্যানেজার মো: কেফায়েত উল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হলদিয়া পালং ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য জয়নাব আলম লিপি, হলদিয়া পালং ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মাহমুদুল হক সিকদার। বক্তব্য দেন সংগীতা ঘোষ, উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পাতারবাড়ী ছালেহ-বুলবুল মডেল কিন্ডারগার্টেন ও নি¤œ মাধ্যমিক বিদ্যালয়েল সভাপতি একে এম বেলাল উদ্দিন ও ওচিং দা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।