সংবাদদাতা:
কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগাঁও ভোমরিয়াঘোনা রেঞ্জ অফিসের আওতাধীন শিয়া পাড়ায় বনবিভাগকে ম্যানেজ করে পাহাড় কাটা ও জবর দখল করে বাড়ি-ঘর নির্মাণের মহোৎসব চলছে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা অভিযোগ করেন, ঈদগাঁও’র ভোমরিয়াঘোনার হামিদ ও ঈদগাঁও ইউনিয়নের দরগাহ পাড়ার মৃত আব্দু শুক্কুরের পুত্র নাসির উদ্দিন এর নেতৃত্বে শিয়া পাড়ায় পাহাড় কেটে কয়েকদিন পর পর দু-একটি ঘর নির্মাণ করছে বনবিভাগের নাকের ডগায়। এসব বাড়ি তৈরিতে অবৈধ দখলদারদের থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। আর সে টাকার ভাগ যায় বিট অফিসের ভিলিজার থেকে শুরু করে রেঞ্জার পর্যন্ত যায়- এমন অভিযোগ স্থানীয়দের।
শুধু তাই নয় তাদের নেতুত্বে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়ক দিয়ে প্রতিনিয়ত অবৈধভাবে বনের মাদার ট্রিসহ অন্যান্য কাঠের ব্যবসা করে।
পাহাড় কেটে ঘর-বাড়ি নির্মাণ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। ক্ষতি হচ্ছে পরিবেশের, বিলুপ্ত হচ্ছে পাহাড় ও বন্যপ্রাণী।
কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগাঁও ভোমরিয়া ঘোনার লেঞ্জার হাফিজুর রহমান ও বিট অফিসার অভিযোগ অস্বীকার করে ব,লেন অবৈধভাবে পাহাড় কাটাও ঘর নির্মাণ ভেঙে দিয়ে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।