পেকুয়া প্রতিনিধি:

পেকুয়া উপজেলার মগনামা সিকদারবাড়ী সীরাত কমিটি ও আন্তর্জাতিক কুরআন তিলওয়াত সংস্থা (ইক্বরা) এর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ফেব্রুয়ারি) মাগরিবের নামাজের পর মগনামা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ক্বেরাত সম্মেলন ও ৩৯তম সিরাতুন্নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত হয়।

মগনামা আজগর আলী সিকদারবাড়ী জামে মসজিদের খতিব মাওলানা ইউনুস সুলতানীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন মগনামার ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম।

উক্ত ক্বেরাত সম্মেলনে ছয়টি দেশের সুনামধন্য ক্বারীগণ পবিত্র কোরআন থেকে তিলওয়াত করেন। মোহনীয় সুরের মূর্চনায় সবাইকে মাতিয়ে তুলেন আন্তর্জাতিক ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী (বাংলাদেশ), ক্বারী কারীম মানসুরী (ইরান), শাইখ আদিল আল-বায (মিশর), শাইখ আহমাদ আল-খালদী (মরক্কো), ক্বারী মুয়াজ মোস্তফা প্রানন (থাইল্যান্ড) ও ক্বারী হুসাইন তুরকান (তুরস্ক)।

এ আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ও ৩৯তম সিরাতুন্নবী (সঃ) মাহফিলের উদ্বোধক ছিলেন মগনামা শাহ রশিদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নুর। সোমবার রাতে মগনামা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে দেশী-বিদেশী ক্বারীদের সুরের মূর্চনায় মাতিয়ে উঠে পুরো ময়দান। এই ক্বেরাত সম্মেলনে কুরআন প্রেমিক মানুষদের বিশাল সমাগম ঘটে। সোমবার সন্ধ্যার আগে ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মগনামা উচ্চ বিদ্যালয় মাঠ। পেকুয়া উপজেলায় প্রথমবারের মতো এ ক্বেরাত সম্মেলন আয়োজন করায় উপস্থিত সকলেই আয়োজক ও মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমকে ধন্যবাদ জানান।