ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) অফিসসহ চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
সোমবার (৩ ফেব্রুয়ারী) তিনি পরিদর্শনে গেলে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অর্জন, চলমান কার্যক্রম এবং ভবিষ্যত পরিকল্পনা বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন কউক চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ।
একইদিন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বহুতল অফিস ভবন নির্মাণ প্রকল্প, ঐতিহ্যবাহী লালদিঘী, গোলদিঘী ও বাজারঘাটা পুকুর পরিদর্শন করেন ইঞ্জিনিয়ার মোশাররফ। তিনি প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং কউকের যাবতীয় কাজে সার্বিক সহযোগিতা প্রদানের আশ^াস দেন।
এছাড়াও তিনি কউকের গৃহীত হলিডে মোড়-বাজারঘাটা-লারপাড়া (বাস স্ট্যান্ড) প্রকল্পটিও সরেজমিনে পরিদর্শন করেন এবং উক্ত প্রকল্প যথাযথ বাস্তবায়নের সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
এ সময় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) লে: কর্নেল মোহাম্মদ আনোয়ার উল ইসলাম এবং সচিব (উপ সচিব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ উপস্থিত ছিলেন।