শাহেদ মিজান, সিবিএন:
‘সেফহোমে’ থাকা টেকনাফের ২৫ ইয়াবা কারবারি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করছেন আগামীকাল সোমবার (৩ ফেব্রুয়ারি)। দ্বিতীয় দফায় এসব ইয়াবা কারবারীরা আত্মসমর্পণ করছে। দুপুর ১টা নাগাদ আয়োজিত এক অনুষ্ঠানে টেকনাফ সরকারি ডিগ্রি কলেজ মাঠে আত্মসমর্পণ করবে তারা। আত্মস্বীকৃতি ইয়াবা ব্যবসায়ী হিসেবে স্বাভাবিক জীবনে ফেরার আশায় আত্মসমর্পণ করতে যাচ্ছে তারা। আত্মসমর্পণ অনুষ্ঠান ঘিরে মঞ্চসহ সকল প্রস্তুতি সম্পন্ন শেষ করেছে জেলা পুলিশ।

টেকনাফ থানা সূত্রে জানা গেছে, আজ রোববার আত্মসমর্পণ অনুষ্ঠানের সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। মঞ্চ তৈরি এবং সর্বশেষ টেকনাফ উপজেলায় মাইকিংও হয়েছে। জেলা পুলিশ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক। সভায় সভাপতিত্ব করবেন পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফায় ২০-২৫ ইয়াবা কারবারি আত্মসমর্পণ করতে যাচ্ছে । সেখান থেকে আনুষ্ঠানিকতা শেষে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে নিয়ে যাওয়া হবে। তাদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলো- টেকনাফের নাজিরপাড়ার কালা সওদাগর, মৌলভীপাড়ার ফজল আহমদের ছেলে রিদোয়ান ও আবদুর রাজ্জাক, মৃত আমির হোসেনের ছেলে আবদুল আমিন আবুল প্রমুখ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান থাকায় ইয়াবা ব্যবসা কমে এসেছে। কোনও মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না। যেকোনভাবে এই অঞ্চল থেকে মাদক বন্ধ করা হবে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন বলেছেন, ‘সোমবার দুপুরে ২৫ জন ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পণ করতে যাচ্ছে। ইতোমধ্যে আত্মসমর্পণ অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রসঙ্গত, এর আগে ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি ১০২ জন চিহ্নিত ইয়াবা কারবারি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছিল।