মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার-টেকনাফ সড়কের মেরিন ড্রাইভের রেজুখাল যৌথ চেকপোস্টে বিজিবি সদস্যরা তল্লাশী চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা সহ এক ইয়াবা কারবারীকে আটক করেছে। ৩১ জানুয়ারি শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে যাত্রীবাহি একটি অটো রিকশা গাড়ীতে এ তল্লাশী চালানো হয়। আটককৃত ইয়াবাকারবারী হলো-টেকনাফ উপজেলার নতুন পল্লান পাড়ার ইব্রাহীমের ছেলে মো: নুর বশর (৩২)।
বিজিবি সুত্রে জানা গেছে, টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহি অটোরিকশা গাড়ীটির যাত্রীকে সন্দেহ হলে গাড়িটি থামিয়ে তল্লাশী চালিয়ে ৭ হাজার পিচ ইয়াবা সহ একজন কে আটক করা হয়। আটককৃত ইয়াবাকারবারীকে রামু থানায় সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে রেজুখাল যৌথ চেকপোস্টে ডিউটিরত ৩৪ বিজিবি’র একজন নায়েক সিবিএন-কে জানিয়েছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।