সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী চকরিয়া এডুকেয়ার ফাউন্ডেশন (চকরিয়া গ্রামার স্কুল) এর ২০ তম বার্ষিক সাধারণ সভা ও ১১তম কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০ সম্পন্ন হয়েছে।
৩১ জানুয়ারী বিকাল ৪টা হতে গ্রামার স্কুল মিলনায়তনে উক্ত নির্বাচন অনুষ্টিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ ও সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অধ্যাপক বশির আহমদ। নির্বাচনে বিজয়ী কর্মকর্তাদের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। নবনির্বাচিত কর্মকর্তারা হলেন; সভাপতি অধ্যাপক মোঃ রুহুল আমিন, সহ-সভাপতি হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, কোষাধ্যক্ষ আলহাজ্ব আনোয়ার হোসেন, নির্বাহী সদস্য যথাক্রমে অধ্যাপক বশির আহমদ, এম ফরিদ উদ্দিন, হেকিম মাওলানা মঞ্জুরুল কাদের বাবুল, অধ্যাপক চৌধুরী মোঃ আব্দুল হালিম, অধ্যাপক মুহাম্মদ আবু নঈম আজাদ, অধ্যাপক চৌধুরী মোঃ আজম খান ও চকরিয়া পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি ও নোভা এন্টার প্রাইজের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মোহাম্মদ নাছির উদ্দিন।
নবনির্বাচিত কর্মকর্তারা চকরিয়া গ্রামার স্কুলের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে দক্ষিণ চট্টগ্রামে একটি আধুনিক,মডেল ও তথ্য প্রযুক্তি নির্ভর শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে কাজ চালিয়ে যাওয়ার পূণপ্রতিশ্রুতি ব্যক্ত করেন।