মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

মানবিক বাংলাদেশ গড়তে হলে, বিশেষ মানবিক কার্যক্রম সম্পন্ন মানবিক প্রতিষ্ঠান দরকার। কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিষ্ঠিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিশেষায়িত প্রতিষ্ঠান “অরুণোদয়” স্কুল সেই মানবিক বাংলাদেশ গড়ার সূচনাতে বিরাট অবদান রাখবে। তাই এ ধরনের বিশেষায়িত প্রতিষ্ঠান আরো গড়ে তোলা দরকার।

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস শুক্রবার ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা প্রশাসন পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিশেষায়িত প্রতিষ্ঠান “অরুণোদয়” পরিদর্শনকালে এ কথা বলেন। প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস অরুণোদয় এ পৌঁছালে একজন বিশেষ চাহিদা সম্পন্ন অরুণোদয় স্কুলের শিক্ষার্থী ফুল দিয়ে তাঁকে উঞ্চ অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস অরুণোদয় এ বিভিন্ন বিভাগ আগ্রহের সাথে ঘুরে ফিরে দেখে সন্তোষ প্রকাশ করেন। এসময় অন্যান্যদের মধ্যে অরুণোদয় স্কুলের প্রতিষ্ঠাতা ও কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহা. শাজাহান আলি, কক্সবাজার সদরের ইউএনও এ.এইচ.এম মাহফুজুর রহমান, অরুণোদয় স্কুলের প্রধান শিক্ষক শাহজালাল প্রমুখ উপস্থিত ছিলেন।