মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

International Visitor Leadership Program (IVLP) এর আওতায় Disaster Preparedness and Emergency Management শীর্ষক আন্তর্জাতিকমানের গুরুত্বপূর্ণ একটি প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আগামি ১ ফেফ্রয়ারী যুক্তরাষ্ট্র যাচ্ছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মোঃ নিকারুজ্জামান চৌধুরী রবিন। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ৩ থেকে ২১ ফেফ্রয়ারী পর্যন্ত উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষনে অংশ নেওয়ার জন্য কক্সবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ের সংস্থাপন শাখার গত ৩০ জানুয়ারি জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন স্বাক্ষরিত এক আদেশে প্রকৌশলী মোঃ নিকারুজ্জামান চৌধুরী রবিনকে ৩০ অপরাহ্ন থেকে কর্মস্থল ত্যাগের অনুমতি দেওয়া হয়েছে।

প্রশিক্ষণ শেষে আগামী ২৫ শে ফেফ্রয়ারী প্রকৌশলী মোঃ নিকারুজ্জামান চৌধুরী রবিনের দেশে ফেরার কথা রয়েছে। প্রকৌশলী মোঃ নিকারুজ্জামান চৌধুরী রবিনের যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণকালীন সময়ে উখিয়ার ইউএনও (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করবেন উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান।