মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারের জেলা ও দায়রা জজ হিসাবে শেষ কর্মদিবস অতিবাহিত করেছেন খোন্দকার হাসান মোঃ ফিরোজ। মঙ্গলবার ২৮ জানুয়ারি অপরাহ্নে তিনি কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ-১ সৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীনের কাছে জেলা ও দায়রা জজের দায়িত্ব হস্তান্তর করেন। বিষয়টি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এস.এম আব্বাস উদ্দিন সিবিএন-কে নিশ্চিত করেছেন। কক্সবাজারের নতুন জেলা ও দায়রা জজ নিয়োগ পাওয়া বান্দরবানের বর্তমান জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল আগামী রোববার ৩ ফেব্রুয়ারী নতুন কর্মস্থলে যোগদানের সম্ভাবনা রয়েছে বলে তিনি সিবিএন-কে জানিয়েছেন।

প্রসঙ্গত, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপসচিব (প্রশাসন-১) শেখ গোলাম মাহবুব কর্তৃক ১৯ জানুয়ারি ২০১৫-৪১ নম্বর স্মারকে স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কক্সবাজারের বিদায়ী জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মোঃ ফিরোজ ও কক্সবাজারের নতুন নিয়োগ পাওয়া জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল সহ ১৮ জন জেলা ও দায়রা জজ ও একই পদমর্যদার বিচার বিভাগীয় সিনিয়র কর্মকর্তাদের দেশের বিভিন্ন আদালতে নিয়োগ ও বদলি করা হয়।

একই প্রজ্ঞাপনে কক্সবাজারের বিদায়ী জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মোঃ ফিরোজকে প্রেষণে ঢাকাস্থ নিন্মতম মজুরী বোর্ডের চেয়ারম্যান পদে বদলি করা হয়। নওগাঁ জেলার বাসিন্দা বিদায়ী জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মোঃ ফিরোজ ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর কক্সবাজারের জেলা ও দায়রা জজ হিসাবে যোগ দেন। আগামী অক্টোবর মাসে তিনি অবসরত্তোর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা রয়েছে।

অপরদিকে, কক্সবাজারের নতুন নিয়োগ পাওয়া জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল চট্টগ্রাম জেলার ভূজপর উপজেলার বাসিন্দা।