সরওয়ার কামাল, মহেশখালীঃ
মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ত্রুীড়া সাহিত্য, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
২৬ জানুয়ারী সকাল ১০ বিদ্যালয়ের মিলনায়তনে সাবেক পৌর মেয়র ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি সরওয়ার আজমের সভাপতিত্বে প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দীন কাদেরের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা ডাঃ নুরুল আমিন, মহেশখালী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দীন, স্কুল পরিচালনা কমিটির সাবেক সদস্য আব্দু রহিম বাদশা, আমির খসরু, মকবুল আহমদ, ক্রীড়া প্রতিযোগীতার আহবায়ক এম গিয়াস উদ্দীন, সাহিত্য ও সাংস্কৃতিক আহবায়ক লায়েক হায়দার সহ সকল শিক্ষক ও ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ। অনুষ্টান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শামীম ইকবাল। সভায় বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিক মনের হতে হবে। যারা লেখাপড়ায় ভাল তারা খেলাধুলায় ভাল হয়। অনুষ্টানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।