মোঃ ওসমান গনিঃ

কক্সবাজার সদর উপজেলা কমিউনিটি পুলিশের উদ্যোগে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিংরোধে আইন শৃংখলা বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৫ জানুয়ারি বিকাল ৫ টায় ঈদগাহ হাইস্কুল মাঠে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর-রামু আসনের এমপি সাইমুম সরওয়ার কমল।
সম্মানিত অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক।
সদর উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি এড. সৈয়দ রেজাউর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সাকেল) আদিবুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশের উপদেষ্টা আবু তালেব, সেক্রেটারি সোহেল আহমদ বাহাদুর, সদর উপজেলা আওমী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু, কক্সবাজার সদর থানার ওসি শাহজাহান কবির, ওসি (তদন্ত) মোঃ খায়রুজ্জামান, ঈদগাহ পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি আসাদুজ্জামান প্রমুখ।
সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকে সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন -মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং রোধে সকল সচেতন ব্যক্তিকে এগিয়ে আসতে হবে। পুলিশ জনগণের বন্ধু। অপরাধীদের সাথে পুলিশের সখ্যতা নেই। অপরাধীদের দমন করতে হলে শুধু একক পুলিশের দ্বারা সম্ভব নয়।
তাই অপরাধ নির্মূলে কমিউনিটি পুলিশের পাশাপাশি সকল জনগণকে সহযোগিতা করতে হবে।