হারুনর রশিদ,মহেশখালী:

মহেশখালী উপজেলা ভূমি অফিসে এক দালালকে ৫দিনের কারা দন্ড দিয়েছে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুইচিং মং মারমা। ২২জানুয়ারী বুধবার দুপুরে মহেশখালী উপজেলা ভূমি অফিসে এ দন্ড আদেশ দেয়া হয়।
দন্ড প্রাপ্ত ব্যক্তির নাম মোহাম্মদ ইসহাক। তিনি উপজেলার ছোট মহেশখালী মাইজপাড়া গ্রামের হোছন আলীর পুত্র।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, তিনি অন্য জনের নামে একটি খতিয়ানের কাজ করতে আসলে সন্দেহ হয় সহকারী কমিশনার ভূমি’র তখন উপজেলা ভূমি অফিস তাকে চ্যালেঞ্জ করে। তার নিকট একাধিক লোকজনের কাগজ পত্র পাওয়া যায়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুইচিং মং মারমা দালাল ইসহাককে ১৮৭৯ সালের টাউট আইন মোতাবেক ৫ দিনের কারাদণ্ড দেয়।

সাজাপ্রাপ্ত ইসহাককে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি জানান- ভূমি অফিসে ইসহাকের গতিবিধি সন্দেহ হলে তাকে জিজ্ঞাবাদ করে তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশি কালে বিভিন্ন জনের নামজারি,ট্রেসম্যাপসহ চলমান বিভিন্ন মামলার কাগজপত্র পাওয়া যায় এবং ভূমি অফিসের দালালদের তালিকায় তার নাম পাওয়া যায়।