মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি ৩ দিনের সফরে কক্সবাজার এসেছেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও ওবায়দুল কাদের এমপি মঙ্গলবার ২১ জানুয়ারি বিকেল ৩ টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন, কক্সবাজার-২ ও আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ও সাইমুম সরওয়ার কমল, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, পিপি এডভোকেট ফরিদুল আলম সহ দলীয় প্রচুর নেতা কর্মী তাঁকে স্বাগত জানান।
কক্সবাজার ৩ দিন অবস্থানকালে তিনি মঙ্গলবার বিকেলে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সমবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান, বুধবার সকাল সাড়ে ৯ টায় লিংক রোড-লাবনী পয়েন্ট সড়ক ৪ লেনে উন্নীতকরণ কাজ পরিদর্শন করবেন, সকাল সাড়ে ১১ টায় লোহাগাড়ার চুনতি সিকদার পাড়ায় প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল জয়নুল আবেদীন বীর বিক্রম এর স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান, বিকেল ৩ টায় তিনি চকরিয়া ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য সমবর্ধনা সভায় যোগ দেয়ার কথা রয়েছে। পরদিন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে তিনি বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন।
প্রসঙ্গত, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও ওবায়দুল কাদের এমপি দ্বিতীয় বারের মতো কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর প্রথম বারের মতো কক্সবাজার সফরে এসেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।