সংবাদদাতা:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে নিজেই ক্লাস নিয়েছেন উপজেলার পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: শফিউল্লাহ।
মঙ্গলবার (২১জানুয়ারি) সদর ইউনিয়নের আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, জারুলিয়া ছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান পাহাড়ি জনপদের এই নেতা।
এ সময় উপজেলা সহকারি শিক্ষা অফিসার আক্তার উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, প্রধান শিক্ষক মো: ওসমান গনিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ক্লাসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপজেলা চেয়ারম্যনের অধ্যাপক মো: শফিউল্লাহ বলেন, আমরা যেমন আমাদের জন্মদাতা মাকে ভক্তি-শ্রদ্ধা করি; ভালোবাসি, তেমনি দেশকেও ভালোবাসতে হবে। নিজেদের সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষক, মা-বাবা, মুরব্বিদের সম্মান করে চলতে হবে।
তিনি বলেন, বড় লোক নয়, আদর্শ মানুষ হও।
উপজেলা চেয়ারম্যানের উপদেশমূলক বক্তব্যে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়েছে বলে জানায়।
উপজেলা চেয়ারম্যান নিজেই একজন শিক্ষাবিদ। নিজেরর শিক্ষার গুণ ছড়িয়ে দিতে তিনি মাঝেমধ্যে ক্লাস নিতে পারেন। তাতে কচিকাচা শিক্ষার্থীরা প্রাণ পাবে।
উপজেলা সহকারি শিক্ষা অফিসার আক্তার উদ্দিন বলেন, উপজেলা চেয়ারম্যান স্যার আমাদের স্কুল পরিদর্শদনে শিক্ষার মান বাড়াতে যে উদ্যোগ নিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়।
পরিদর্শদন শেষে উপজেলা চেয়ারম্যান বিদ্যালয়র শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় করেন।