হারুনর রশিদ, মহেশখালী:
মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নস্থ আব্দুল মাবুদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে সরকারী বরাদ্দের ২ কোটি টাকা অনুদানে ৪তলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আশেক উল্লাহ রফিক এমপি।
এ উপলক্ষ্যে শনিবার সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি বলেন, এক সময় এই অঞ্চলটি সন্ত্রাসীদের অভয়ারান্য ছিল। আব্দুল মাবুদ চৌধুরী উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্টা হওয়ার পর এখানে শান্তির সুবাতাস বইতে শুরু করেছে। ফিরে এসেছে আইন শৃংখলা পরিস্থিতি। এখানকার জনসাধারণ ও অভিভাবকদের
আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়টিতে ৬শ ছাত্র-ছাত্রী অধ্যায়নরত বিভিন্ন বোর্ড পরীক্ষায় আশানুরূপ সফলতা অর্জন করে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। বছরের প্রথম দিনেই সারাদেশের শিক্ষার্থীদের হাতে বিনামুল্যে বই তুলে দিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মোঃশরীফ বাদশা, উপজেলার নির্বাহী অফিসার মো:জামিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, পুলিশ পরিদর্শক তদন্ত বাবুল আজাদ, হোয়ানক ইউপি চেয়ারম্যান মোঃমোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল আলম, হোয়ানক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর কাশেম চৌধুরী, সাধারণ সম্পাদক জাফর আলম জফুর, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল ভট্রাচার্য্যসহ সহকারী শিক্ষকবৃন্দ,ছাত্র-ছাত্রীরা।
অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।