মহেশখালী সংবাদদাতা:
ধ্রুব পরিষদ বাংলাদেশ স্বীকৃতিপ্রাপ্ত মহেশখালীর একমাত্র সংগীত বিদ্যালয় তরঙ্গ সংগীত নিকেতনের সংগীত বিষয়ক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৭ জানুয়ারি ১ম, ২য় ও ৩য় বর্ষের লিখিত পরীক্ষায় ৬৩ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন।
এতে পরীক্ষক হিসেবে উপস্থিত থেকে পরীক্ষা গ্রহণ করেন ধ্রুব পরিষদ বাংলাদেশের প্রতিনিধি সঞ্জয় দে ও তরঙ্গ সংগীত নিকেতনের অধ্যক্ষ ও পরিচালক বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী প্রদীপ ঘোষ ।
পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন -মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন চৌধুরি, ফকিরা ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কান্তি দে, উপজেলা সমাজ সেবা অফিসের কর্মকর্তা গোপাল কৃষ্ণ দাশ, সহকারি শিক্ষক রমিজ আহমদ, দৈনিক আজাদী ও আমাদের সময়ের প্রতিনিধি সাংবাদিক ফরিদুল আলম দেওয়ান, কুতুবজোম আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহবুব আলম, তরঙ্গ সংগীত নিকেতনের নৃত্য বিভাগের শিক্ষক সুজিত চক্রবর্তী, পলাশ কান্তি দে ও নিরব দে প্রমূখ।
উল্লেখ্য, মহেশখালীতে এই প্রথম বারের মত ধ্রুব পরিষদ বাংলাদেশ কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত মহেশখালীর একমাত্র সংগীত বিদ্যালয় তরঙ্গ সংগীত নিকেতনের সংগীত বিষয়ক পরীক্ষা অনুষ্ঠিত হলো।