প্রেস বিজ্ঞপ্তি :

জলদস্যু, সন্ত্রাস দমন, মাদক ও অস্ত্র গুলি উদ্ধারসহ সাহসিকতা বীরত্বপূর্ণ অবদানে কক্সবাজার জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ দৃষ্টান্তমূলক সেবার স্বীকৃতি হিসেবে কক্সবাজারের পুলিশ সুপার৷

দেশের একমাত্র,ও দ্বিতীয় বারের মত বিপিএম (বার): পদকে ভূষিত পুলিশ সুপার এ.বি এম মাসুদ হোসেন বিপিএম (বার ) কে কক্সবাজার সিটি প্রেস ক্লাবের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ ও নিরন্তর ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

১৫ জানুয়ারী (বুধবার) বিকাল ০২:-৩০ মিনিটের সময় কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে কক্সবাজার সিটি প্রেস ক্লাবের প্রতিষ্টাতা ও সভাপতি এবং পালংখালী ইউনিভার্সেল কলেজের প্রতিষ্টাতা ও নির্বাহী কমিটির সভাপতি নুরুল অামিন সিদ্দিক (সাংবাদিক), সাথে ছিলেন জাতীয় দৈনিক অাজকের বসুন্ধরা পত্রিকার জেলার বিশেষ প্রতিনিধি ও কক্সবাজার সিটি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রাসেদুল ইসলাম (মাহমুদ) সৌজন্যে সাক্ষাত করেন।

পুলিশ সুপার বিপিএম (বার) পদক পাওয়ায় কক্সবাজার সিটি প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা ফুলেল নিরন্তর শুভেচ্ছা জানান।

সাক্ষাতকালে,পুলিশ সুপার এ.বি এম মাসুদ হোসেন বিপিএম (বার):কক্সবাজার সিটি প্রেস ক্লাবের সাংবাদিকদের উদ্দেশ্য বলেন৷

মাদক ও সন্ত্রাস কবলিত এলাকায় আপনাদের মতো সাংবাদিকেরা অনুসন্ধানী প্রতিবেদন করায় প্রশাসন অপরাধীদের কঠোর নজরদারী করে।

ফলে কক্সবাজারে শান্তির বাতাস বইতে শুরু করেছে। ভবিষ্যতেও আপনাদের অনুসন্ধানী সাংবাদিকতা অব্যাহত রাখতে হবে।

এসময় পুলিশ সুপার তথ্যবহুল অনুসন্ধানী সংবাদ প্রকাশে পরামর্শ দেন কক্সবাজার সিটি প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দদের।