সংবাদ বিজ্ঞপ্তি:
হোস্ট কমিউনিটির টাকায় কক্সবাজারের সড়ক সংস্কারের দাবিতে আগামী ২২ জানুয়ারী সকাল ১০ টায় শহীদ সুভাষ-ফরহাদ(কোর্ট বিল্ডিং) চত্বরে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন ‘আমরা কক্সবাজারবাসী’। ১৪ জানুয়ারি সন্ধ্যা ছয়টার শহরের অভিজাত একটি হোটেলের সম্মেলন কক্ষে সংগঠনের মিলনমেলা পরবর্তী অনুষ্ঠিত পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সমন্বয়ক এম জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সমন্বয়ক মোহাম্মদ নাজিম উদ্দীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা যথাক্রমে- মুক্তিযুদ্ধা মোহাম্মদ আলী, সমির পাল, কামাল উদ্দিন পেয়ারো, অনিল দত্ত, সাংবাদিক আনসার হোসেন, সমন্বয়ক মহসীন শেখ, ফাতেমা আনকিস ডেইজি, উজ্জল সেন, ইব্রাহিম খলিল মামুন, নুরুল কবির পাশা পল্লব, মিজানুর রহমান বাহাদুর, ইসমাইল সাজ্জাদ, ফাতেমা আলম লিপি, মা টিন টিন, ওসমান গণি, গিয়াস উদ্দিন, ইলিয়াস মিয়া, মোহাম্মদ, জাফর আহাম্মদ, বুলবুলে জান্নাত, কামাল উদ্দিন, এডভোকেট ইয়াসমিন শওকত জাহান (রোজী), মুজিবুল হক, হেলাল উদ্দিন, মংথেলা ও সেলিম উদ্দিন প্রমূখ।
সভায় বক্তারা কক্সবাজারের সড়কের বেহাল দশা এবং তার সংস্কার না করায় ক্ষোভ জানান।
সভায় সংগঠনের নেতৃবৃন্দরা সর্বসম্মতিক্রমে রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য বরাদ্দকৃত অর্থে কক্সবাজার শহর সহ পুরো জেলার সকল রাস্তা ঘাট সংস্কারের দাবিতে আগামী ২২ জানুয়ারী বুধবার সকাল ১০ টায় শহীদ সুভাষ-ফরহাদ(কোর্ট বিল্ডিং চত্বর) চত্বরে প্রতিবাদ সমাবেশের ডাক দেন।
জেলাবাসীর প্রাণের দাবীতে ডাকা প্রতিবাদ সমাবেশে সকলকে দলমত নির্বিশেষে উপস্থিত থাকার জন্য অনুরোধও জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।