মোঃ মুজিবুর রহমান, নাইক্ষ্যংছড়ি : ১৪ জানুয়ারি ২০২০ ইং সকাল ১০ ঘটিকায়, রামু উপজেলার অন্তর্গত গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা আলহাজ্ব মাওলানা আলী মদন নূরাণী একাডেমীর বই বিতরণ ও অভিভাবক সমাবেশ একাডেমী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাষ্টার শামসুল আলম, জনাব বদিউল আলম, জনাব কামাল হোসেন মেম্বার, জনাব মোতাহের হোসেন ও জনাব মোঃ কালু । এতে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় জনাব মাওলানা মোঃ শফি। মোঃ মুজিবুর রহমান লিটনের সঞ্চালনায়, পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, কোরআন তেলাওয়াত করেন বিশিষ্ট ইসলামী সংগীত শিল্পী রুহুল আমিন। উদ্বোধনী বক্তব্য রাখেন, অত্র নূরাণী একাডেমীর সম্মানিত শিক্ষক মাওলানা মোঃ ইব্রাহিম খলিল। উদ্বোধনী বক্তব্যে নূরাণী শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোকপাত করেন, অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিশুদের পরিষ্কার, পরিছন্নতা ও নিয়মিত একাডেমীতে তাদের শিশুদের যেন পাঠিয়ে দেয় সেই বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা অত্র এলাকায় নূরাণী একাডেমীর প্রয়োজনীয়তা উপলব্ধি করে একাডেমীর সার্বিক সফলতায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সকলের প্রতি বিনীত আহ্বান জানান। গতানুগতিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষা অর্জন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা চালানো উচিত বলে সবাইকে তাদের শিশুদের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানোর আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোঃ শফি বলেন, অত্র এলাকায় জনাব মাওলানা মোঃ জাফর আলম (জাফর হুজুর), তিনি ও তার সময়ের আরো কয়েকজন আলেম ওলামাদের সমন্বয়ে ফোরকানিয়া মাদ্রাসার গোড়াপত্তন করেন। এই এলাকায় যাতে ফোরকানিয়া মাদ্রাসা ও নূরাণী একাডেমী চালু থাকে সে ব্যাপারে সকলকে ভূমিকা রাখার ও সাহায্য সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে সভাপতির বক্তব্য শেষ করেন এবং নার্সারী শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকসহ আরও উপস্থিত ছিলেন ওবাইদুল ইসলাম লিটন, তারেক, রুহুল আমিন ও মাষ্ঠার শফিউল ইসলাম।