নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের পাঁচ তারকা মানের আবাসিক হোটেল বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজে অগ্নিনির্বাপন, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক দুইদিনের মহড়া সম্পন্ন হয়েছে। অগ্নিদগ্ধ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা কিভাবে দিতে হয়, কিভাবে ভিকটিমকে উদ্ধার করতে হয়, আগুন নেভানো ও ফায়ার সরঞ্জাম ব্যবহার পদ্ধতি মহড়ায় হাতেকলমে শেখানো হয়।
সোমবার (১৩ জানুয়ারি) সমাপনী অনুষ্ঠান হয়। দুই দিনের প্রশিক্ষণে হোটেলের ৪০ জন কর্মকর্তা-কর্মচারী অংশ গ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে হোটেলের ডিরেক্টর অপারেশন মেজর মোহাম্মদ শায়েস্তা খান, মহাব্যবস্থাপক (জিএম) কিংশুক চক্রবর্তী, হেড অব ফিন্যান্স এন্ড বোর্ড সেক্রেটারি  ফায়জুল্লাহ মিজান, অপারেশন ম্যানেজার মোঃ শহীদুল ইসলাম, এইচআর ম্যানেজার ইমামজাদা জিয়াউদ্দিন জাহীনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে উপসহকারী পরিচালক আবদুল মালেক, সিনিয়র স্টেশন অফিসার মুঃ ইদ্রিস, ইন্সপেক্টর শাহাদত হোসাইনসহ ১০ জনের ফায়ার টীম প্রশিক্ষণ প্রদান করেন।