ফারুক আহমদ, উখিয়া :
উখিয়ায় শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা লাইট হাউস। রাজাপালং ইউনিয়নে ১৫ শত পরিবারের মাঝে বিভিন্ন প্রকার শীতবস্ত্র বিতরণ করেন এ সংস্থাটি।
জানা যায়, নারীর ক্ষমতায়ন, সামাজিক আচরণ পরিবর্তন ও জিভিবি কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি মানবিক সহায়তায় কাজ করছেন এনজিও সংস্থা লাইট হাউস। গত রবিবার ও শনিবার রাজাপালং ইউনিয়নের ফলিয়া পাড়া, শীলের ছড়া, মৌলভীপাড়া, লম্বা শিয়া ও কুতুপালং গ্রামে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় এনজিও লাইট হাউস সংস্থার প্রকল্প ব্যবস্থাপক সাইদুল আলম সাঈদ ও নারী কাউন্সিলর নওয়াব ফরিদুন নেছা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অন্যান্য কর্মীগন উপস্থিত ছিলেন।
প্রকল্প ব্যবস্থাপক সাইদুল আলম সাঈদ জানান, ঢাকার সিজিএস নামক একটি গার্মেন্টস কোম্পানির সহায়তায় এসব শীতবস্ত্র শীতার্ত দের মাঝে বিতরণ করা হয়। এতে রয়েছে বাচ্চাদের জ্যাকেট, গেঞ্জি, টুপি ও সোয়েটার সহ নানা ধরনের শীতবস্ত্র।