বলরাম দাশ অনুপম:

বাংলাদেশ হরিনাম প্রচার সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি পরম আরাধ্য গুরুদেব প্রভূপাদ শ্রীল নিত্যানন্দ গোস্বামী নয়ন বলেছেন-মানুষ সৃষ্টির সেরা জীব। সবার সৃষ্টিকর্তাও এক। তাই একজন মানুষ হিসেবে ধর্ম-বর্ণ জাতি নির্বিশেষে সকলকে মানবতার কল্যাণে কাজ করতে হবে। তিনি বলেন-মানবতার সেবার পাশাপাশি আমাদের সকলকে সাহসী হয়ে অন্যায়ের প্রতিবাদ ও মানব সেবা করতে হবে। তাহলেই সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করা যাবে। তিনি খুরুশকুল পাল পাড়াস্থ সার্বজনীন শ্রীশ্রী রাস বিহারী মন্দির প্রাঙ্গনে তাঁর মন্ত্রশিষ্য, ভাবশিষ্য ও অনুরাগী ভক্তদের নিয়ে মানব সেবা জেলা শাখার উদ্যোগে ২ দিনব্যাপি সার্বজনীন ৯ম সর্তীথ ও ভক্ত সম্মেলনের শেষ দিনে আয়োজিত ধর্মীয় আলোচনা সভায় শ্রীমুখে বাণী প্রদানকালে উপরোক্ত কথা বলেন। বাংলাদেশ মানবসেবা সংঘ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অজয় দে সাধুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ধর্মীয় আলোচনার সভার উদ্বোধন করেন শ্রীল সদানন্দ গোস্বামী সাগর। এতে প্রধান অতিথি ছিলেন নেত্রখোনা দুর্গাপুর চন্ডিগড় মানব কল্যাণকামী অনাথালয়ের সভাপতি সুবল দে। ধর্মীয় আলোচক ছিলেন উখিয়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত দাশ। বিশেষ অতিথি ছিলেন-হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, বাংলাদেশ মানব সেবা সংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য কাজল পাল, দুর্গাপুর নয়নযোগী আশ্রমের সভাপতি হরেন্দ্র ঘোষ, সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দীপক দাশ, জেলা পূজা উদ্যাপন পরিষদের কর্মকর্তা ও সদর উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক বলরাম দাশ অনুপম, খুরুশকুল ইউনিয়ন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মাষ্টার রতন কান্তি দে, সাবেক সভাপতি অমল কান্তি দে, রাস মহোৎসব উদ্যাপন পরিষদের অর্থ সম্পাদক পিকলুময় পাল প্রমুখ। শুভেচ্ছা বক্তব্যে রাখেন-ছোটন কান্তি দে, ডাঃ উল্লাস ধর, কল্পনা রানী শর্মা, শিবলুময় পাল (খুরুশকুল ইউনিয়ন পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক), রন রুদ্র, রাম প্রসাদ দে, নয়ন দে প্রমুখ।