বলরাম দাশ অনুপম :
কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেছেন-মানবতার কল্যাণে সবাইকে কাজ করে যেতে হবে। মানবতার কল্যাণে নিবেদিত ব্যক্তিরা সামাজিক অপরাধ করতে পারে না উল্লেখ করে জেলা প্রশাসক বলেন-আর্তমানবতার সেবায় নিয়োজিত করতে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে হবে। উদ্বুদ্ধকরণের মাধ্যমে যুবসমাজকে আর্তমানবতার সেবায় নিয়োজিত করা গেলে আমাদের সামাজিক অপরাধসমূহ কমে যাওয়ার পাশাপাশি সমাজে শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে। সামাজিক বন্ধনও সুদৃঢ় হবে। তিনি শহরের আইবিপি মাঠ প্রাঙ্গনে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন যুব উদ্যোগে মানব কল্যাণ পরিষদের ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে শীতবস্ত্র ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। যুব উদ্যোগে মানব কল্যাণ পরিষদের সভাপতি সুজন শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন। প্রধান বক্তা ছিলেন কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ডের কাউন্সিলর সালাহ উদ্দিন সেতু। বিশেষ অতিথি ছিলেন-কক্সবাজার জেলা দোকান মালিক সমিতির সভাপতি রফিক মাহমুদ, ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ, সমাজ সেবক স্বপন গুহ, সাংবাদিক সংসদের সহ-সভাপতি বলরাম দাশ অনুপম, যুব উদ্যোগে মানব কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা জনি ধর, এডভোকেট বাপ্পী শর্মা। ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী কৃঞ্চানন্দধাম মন্দিরের পুরোহিত অপু কৃষ্ণ দাশ। যুব উদ্যোগে মানব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হৃদয় কুমার রুদ্রের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রাখেন-যুব উদ্যোগে মানব কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রীতম ধর, অর্থ সম্পাদক রনি দাশ।