হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর :
মহিলাদের মাঝে দ্বীনি শিক্ষার আলোর ছড়িয়ে দেয়ার ব্রত নিয়ে রামু উপজেলার জোয়ারিয়ানালায় প্রতিষ্ঠিত হলো আয়েশা ছিদ্দিকা র. মহিলা মাদ্রাসা। জোয়ারিয়ানালার বিজ্ঞ ও চিন্তাশীল ওলামায়েকেরাম স্বচ্ছধারার এ মহিলা মাদ্রাসাটি প্রতিষ্ঠার যুগান্তকারী এ উদ্যোগ গ্রহন করেন।
৯ জানুয়ারী ( বৃহস্পতিবার) সকাল ৯ টায় সবক প্রদান ও দু’আ মাহফিলের মাধ্যমে নবপ্রতিষ্ঠিত এ কওমী মহিলা মাদ্রাসার আনুষ্ঠানিক অভিযাত্রা শুরু হয়। একই অনুষ্ঠানে নতুন প্রতিষ্ঠানটির নবীন শিক্ষার্থীদের মাঝে কুরআন শরীফ ও পাঠ্যবই বিতরণ করা হয়।
জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান মেহমান ছিলেন, একই মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ তাজ। প্রধান আলোচক ছিলেন, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা হাফেজ আব্দুল হক।
পরিচালনা কমিটির দায়িত্বশীল মাওলানা খালেদ সাইফীর সঞ্চালনায় এ অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন, শিক্ষক মাওলানা কলিম উল্লাহ। এতে পরিচালনা কমিটির পক্ষে স্বাগত বক্তব্য রাখেন, মাওলানা হেফাজতুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স, শিক্ষানুরাগী মাওলানা কাজী মুজিবুর রহমান চৌধুরী বেলাল, স্থানীয় রাজনৈতিক নেতা মীর মোশাররফ হোসেন সিকদার, রশিদ আহমদ, নানুপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুল আজিম, জোয়ারিয়ানালা মাদ্রাসার শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম সিকদার, মাওলানা ওকার উদ্দিন, মাওলানা এজাজুল করিম শফী, রামু লম্বরীপাড়া দারুল কুরআন নূরানী একাডেমীর পরিচালক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা নুরুল হাকীম।
পরিচালনা কমিটির সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন, মাওলানা মুহিববুল্লাহ, মাওলানা আহমদুর রহমান, মাওলানা আমীর হোসাইন, মাওলানা কারী আমান উল্লাহ, মাওলানা নোমান, মাওলানা সরওয়ার, মাওলানা মোহাম্মদ হোছাইন, মাওলানা আবু ছৈয়দ, মাওলানা অলিউল্লাহ, কারী নুরুল হুদা, মাওলানা রশিদ আহমদ, মাওলানা সোহাইল প্রমুখ। এছাড়াও অভিভাবক, শুভানুধ্যায়ী, দ্বীন অনুরাগী বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, সুস্থধারার সমাজবিনির্মাণে ইসলামী শিক্ষার বিকল্প নেই। দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত নারী-পুরুষের সমন্বিত প্রয়াসেই গড়ে উঠতে পারে সুন্দর -সুশৃঙ্খল ও সুসংহত সমাজ সভ্যতা। কিন্তু আমাদের সমাজে নানা প্রতিকুলতায় অধিকাংশ নারী দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত। বর্তমানে নারীদের জন্য দেশব্যাপী ইসলামী শিক্ষাধারা চালু হলেও রামুতে স্বতন্ত্র একটি মহিলা মাদ্রাসার বড়ই অভাব ছিল। এমতাবস্থায় স্বতন্ত্রধারার মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা একটি যুগান্তকারী পদক্ষেপ। এ মাদ্রাসা এতদঞ্চলের মহিলাদের মাঝে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে নবদিগন্ত উন্মোচন করবে।