শফিক আজাদ, উখিয়া:
উখিয়ার জনগনের দীর্ঘদিনের প্রত্যাশা পুরণ হতে চলেছে। এনজিও সংস্থা আইওএমের অর্থায়নে উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠকে সংস্কারের মাধ্যমে আধুনিকায়নের কাজ শুরু হচ্ছে। ইতিমধ্যে আইওএমের একটি প্রতিনিধিদল ৯জানুয়ারী উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠটি পরিদর্শন করে জরিপ কাজ শুরু করে দিয়েছে।

মাঠ পরিদর্শনের সময় প্রতিনিধিদলের সাথে ছিলেন- উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, ইউএনও মোঃ নিকারুজ্জামান চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী আবদুল্লাহ আল মামুন শাহীন, সিরাজুল হক, সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার সহ ক্রীড়ামোদীরা । এনজিও সংস্থা আইওএম প্রাথমিকভাবে ১০ টি খেলার মাঠে সংস্কার করবে। পাশাপাশি উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠটি মিনি স্টেডিয়ামে পরিণত করবে।

উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী আবদুল্লাহ আল মামুন শাহীন বলেন, গ্রামীন ঐতিহ্য খেলাধুলা ধরে রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এনজিও সংস্থার মাধ্যমে বেশ কিছু খেলার মাঠ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। যার ধারাবাহিকতায় উখিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠকে আধুনিকায়নের প্রাথমিক জরীপ কাজ শুরু হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী বলেন, আমাদের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে সেবা সংস্থা আইওএম মাঠটি পরিদর্শন করেছে এবং কি কি প্রয়োজন তার একটি জরীপ কাজও শুরু দিয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে আধুনিকায়নের কাজ শুরু হবে।