ইমাম খাইর, সিবিএন:
৪৯ তম জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রিড়া সমিতির শীতকালিন প্রতিযোগিতায় রামু টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউটকে হারিয়ে ভলিবলে (বালক) চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া উপজেলার খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা।
৬ জানুয়ারী কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির মাঠে খেলা অনুষ্ঠিত হয়। ৭ জানুয়ারী সরকারী উচ্চ বিদ্যালয়ে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন -জেলা শিক্ষা অফিসার মো. ছালেহ উদ্দিন চৌধুরী, সদর উপজেলা শিক্ষা অফিসার মো. সেলিম উদ্দিন, সরকারী বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন।
মাদরাসার পক্ষে অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ওমর হামজা, ক্রিড়া শিক্ষক আব্বাস উদ্দিন উপস্থিত ছিলেন। তমিজিয়ার ভলিবল টিমে অধিনায়ক ছিলেন মুহাম্মদ রায়হান উদ্দিন। খেলোয়াড়দের মধ্যে ছিলেন -মুহাম্মদ হোসাইন, আবদুল্লাহ আল মামুন, হাম্মাদ বিন হাসেম, হুজ্জাতুল ইসলাম, মুহাম্মদ মিরাজ, রেজাউল করিম, মুহাম্মদ আবদুল্লাহ, মো. নোমান ফয়সাল, মুহায়েদুল ইসলাম, আম্মার বিন হাশেম, শাহারিয়া মোস্তফা ইমন।

উল্লেখ্য, আগামী ১০ জানুয়ারী সকাল ১০টায় চট্টগ্রামের নাসিরাবাদ সরকারী বালিকা উচ্চবিদ্যালয় মাঠে কক্সবাজার জেলার প্রতিনিধি হয়ে ভলিবলে অংশ গ্রহণ করবে জেলা চ্যাম্পিয়ন তমিজিয়া টিম।
এখানেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবার কাছে দোয়া কামনা করেছেন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ওমর হামজা।