বলরাম দাশ অনুপম :
বাংলাদেশ হরিনাম প্রচার সংঘের সভাপতি প্রভূপাদ শ্রীল নিত্যানন্দ গোস্বামী নয়ন প্রভূর মন্ত্রশিষ্য, ভাবশিষ্য ভক্তদের নিয়ে সার্বজনীন সতীর্থ ও ভক্ত সম্মেলন শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। ৯ম এই সতীর্থ ও ভক্ত সম্মেলনকে সামনে রেখে জেলা মানব সেবা সংঘের উদ্যোগে ২ দিনব্যাপি বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ৯ জানুয়ারী (বৃহস্পতিবার) খুরুশকুল পালপাড়াস্থ সার্বজনীন শ্রীশ্রী রাস বিহারী মন্দির প্রাঙ্গনে পবিত্র গীতাপাঠ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, সমবেত প্রার্থনা, নৃত্য, সঙ্গীতানুষ্ঠান, বৈঞ্চব সম্মেলন, প্রসাদ বিতরণ। ১০ জানুয়ারী শুক্রবার মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মনোজ্ঞ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশ্ব মঙ্গলার্থে মহা হরিনাম সহযোগে শোভাযাত্রা, শ্রী গুরু ও কৃষ্ণ পূজা, ধর্মীয় আলোচনা সভা, ভোগরাগ, পরম গুরুদেব ভক্তদের উদ্দেশ্যে শ্রীমুখে বাণী প্রদান, দীক্ষাদান ও গুরুহস্তে কণ্ঠে মাল্যদান, গরীবদের মাঝে শীতবস্ত্র ও সেলাই মেশিন বিতরণ এবং আনন্দবাজারে মহা প্রসাদ বিতরণ। উক্ত মাঙ্গলিক অনুষ্ঠানমালার প্রতিটি পর্বে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা মানব সেবা সংঘের সতীর্থ ও ভক্ত সম্মেলন উদ্যাপন পরিষদের সভাপতি শিবলু পাল, সাধারণ সম্পাদক রাম প্রসাদ দে ও অর্থ সম্পাদক নয়ন দে।