ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজার জেলা প্রশাসন পরিচালিত প্রতিবন্ধী শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ‌অরুনোদয় স্কুল পরিদর্শন করেছেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।
রবিবার (৫ জানুয়ারী) দুপুরে তিনি স্কুল পরিদর্শনে গিয়ে বিভিন্ন শ্রেনী কক্ষ ও স্কুল আঙ্গীণা ঘুরে দেখেন।
খোঁজখবর নেন প্রতিবন্ধী শিক্ষার্থীদের এবং তাদের কণ্ঠে গাওয়া গান শুনেন।
কক্সবাজারের বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী শিশুদের গুরুত্ব দিয়ে স্কুল প্রতিষ্ঠার জন্য জেলা প্রশাসনের প্রতি ধন্যবাদ জানান মহান সংসদের স্পীকার।
এ সময় সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, জাফর আলম এমপি, জেলা প্রশাসক মো. কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার, এডিএম মোহাং শাহজাহান আলি, মহেশখালী পৌর মেয়র মকছুদ মিয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আজে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে বলপ্রয়োগে বাস্তচ্যূত রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসন ও রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কক্সবাজার প্রধানদের সাথে একটি মতবিনিময় সভায় মিলিত হন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।