বার্তা পরিবেশক :
‘শান্তির পৃথিবী চাই, বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’- বাংলাদেশ রাইটার্স ক্লাব ও কবিতাবাংলার যৌথ আয়োজনে ৭ দিনব্যাপী অষ্টাদশ আন্তর্জাতিক লেখক দিবস ২০১৯ ও দরিয়ানগর কবিতামেলা ২০২০ অনুষ্ঠিত হয়েছে। গেল ৩১ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে দেশব্যাপী ৭ দিনের এই অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
অনুষ্ঠানমালার অংশ হিসেবে ৪ ও ৫ জানুয়ারী ২০২০ কক্সবাজারে শান্তিযাত্রা ও আন্তর্জাতিক লেখক দিবস ও দরিয়ানগর কবিতামেলার আয়োজন করা হয়েছে।
এ লক্ষ্যে ৪ জানুয়ারী শনিবার সকালে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে দেশী-বিদেশী ও স্থানীয় কবিদের অংশগ্রহণে পুস্পস্তবক অর্পন ও কবিতা শপথের মাধ্যমে স্থানীয়ভাবে আয়েজিত অনুষ্ঠানমালার উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্ণেল (অব) ফোরকান আহমেদ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী,শক্তি কালচারাল একাডেমীর নির্বাহী পরিচালক উজ্জ্বল সেন, কবি আসলাম সানি, ইঞ্জিনিয়ার বদিউল আলম ।
এ সময় দেশী-বিদেশী ও স্থানীয় কবিবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে কবিতার শান্তিযাত্রা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে কবিতা চত্বর হুদা কবিতা মঞ্চে গিয়ে শেষ হয়।