নিজস্ব প্রতিবেদকঃ

চকরিয়া উপজেলার মন্ডল পাড়ার মাঠে ব্যতিক্রমধর্মি বংশীয় মন্ডল মেলা (২০২০ প্রজন্ম) অনুষ্ঠিত হয়। মন্ডল মেলা উপলক্ষে পুরো পাড়াকে বর্ণিল সাজে সাজানো হয়।

৩ জানুয়ারী সকালে বর্ণাঢ্য মন্ডল শোভাযাত্রার মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ।

দুপুরে মন্ডলের ঐতিহ্যবাহী গনমেজবান, বিকালে মন্ডলের ইতিহাস ঐতিহ্য ও স্বতন্ত্র বৈশিষ্ট্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় আঞ্চলিক লোক সংগীত শিল্পী নুরুল আলম কুতবী ও জাতীয় শিল্পী গোষ্ঠী “কলরব ” এর সুরমুর্ছনায় পুরো মেলা প্রাঙ্গণ সুরে সুরে একাকার হয়ে যায় ।

দিন ব্যাপী আনুষ্ঠিত ৩ পর্বের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মন্ডল মেলা ২০২০ পরিচালনা পরিষদের চেয়ারম্যান মীরকামাল।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন -কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল , চট্টগ্রাম-১৫ এর সংসদ সদস্য, ড.আবু রেজা নদভী ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মন্ডল মেলা পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা আলহাজ ফজলুল করিম সাঈদী, রামু উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল ও চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী।

রামু মন্ডল পাড়া ও চকরিয়া বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মন্ডল এই মেলায় অংশ গ্রহন করেন ।