আবুল কাশেম ,কুতুবদিয়া :

কুতুবদিয়ায় এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ সহ ব্যতিক্রম আয়োজন ছিল চট্টগ্রামের আলো আশার ফাউন্ডেশনের। শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলার উত্তর ধুরুং ওমর ইবনে খাত্তাব হেফজ এতিম খানা ও মাদ্রাসায় আয়োজনটি করা হয়। ওমর ইবনে খাত্তাব মাদ্রাসা,ফুডার পাড়া হেফ্জ ও এতিম খানা,ধুরুং বাজার ফয়জুল উলুম হেফ্জ খানা মাদ্রাসা ও আলী আকবর ডেইল রওশনিয়া হাফেজিয়া মাদ্সার মোট ৬০ জন এতিম ছাত্রসহ ৩টি অসহায় পরিবারের মাঝে ৭০ টি কম্বল বিতরণ করা হয়। একই সাথে এতিমদের হাতে তুলে দেয়া হয় শীত নিবারণে গরম টুপি ও ভ্যাস্লিন বক্স। এতিম শিক্ষার্থীদের দুপুরে উন্নত খাবারের আয়োজনও করে ওই ফাউন্ডেশন।

এসময় ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপািত ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন (চট্টগ্রাম) এর তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুরাদ শামসুল ইসলাম,সার্ক চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক রাশেদ উল্লাহ,কুতুবদিয়া অনলাইন প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এম. এ মান্নান, আলো আশার সহ-সভাপতি নাজমা ,রক্তের বন্ধন কুতুবদিয়ার সমন্বয়ক মো: শাহনেওয়াজ,ওমর ইবনে খাত্তাব মাদ্রাসার পরিচালক মাও: আব্দুল মান্নান,মাও: আনোয়ার হোসেন,মাও: আমান উল্লাহ,হাফেজ মো: ইউছুফ,ফুডার পাড়ার মাদ্রাসার হাফেজ আনিছুর রহমান,ফয়জুল উলুম মাদ্রাসার হাফেজ মো: শফি,রওশনিয়া মাদ্রাসার হাফেজ আবু রায়হান প্রমূখ উপস্থিত ছিলেন।