সংবাদদাতা:
তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা কক্সবাজার শাখায় বই বিতরণ উৎসব সম্পন্ন হয়েছে।
১ জানুয়ারী সকালে মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মুহাম্মাদুল করীম।
অধ্যক্ষ রিয়াদ হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে খুদে শিক্ষার্থীরা বছরের শুরুতেই নতুন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।
কোঅর্ডিনেটর আবু সিয়াম ফুরকানের সঞ্চালনায় বই বিতরণ উৎসবে উপস্থিতি ছিলেন -আমীনুল হিফয আব্দুল্লাহ আল মামুন, নাযেমে তালিমাত মিজানুর রহমান, হোস্টেল সুপার: শরিফুল ইসলাম।

এদিকে, ২০১৯ সালের ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা। কক্সবাজার শাখা থেকে ২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাস করেছে। সেখানে ১২ জন জিপিএ-৫ এবং ১৩ জন ‘এ’ গ্রেডে উন্নীত হয়েছে।
জিপিএ-৫ প্রাপ্তরা হলো -আবু হুজাইফা মুঃ লাবিদ, আম্মার বিন আমান, নূর কামাল, আশফাকুল ইসলাম জিদান, হোযাইফ বিন হামিদ, আবু বকর সিদ্দিক নাবিল, সাদমান হোসাইন, মোহাম্মদ ফয়সাল, সাদ বিন সাঈফ, আজমাইন আবরার লাবিব, মোঃ মিশাল ও রামীম হাসান।