কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন

প্রেস বিজ্ঞপ্তি :

শিক্ষার্থীদের জীবনের প্রতিটি নিশ্বাসকে অসীম মূল্যবান মনে করে কাজে লাগাতে হবে। ছেলেদের তুলনায় মেয়েদের প্রাতিষ্ঠানিক শিক্ষা আরো অধিক জরুরী। তদুপরি একাডেমিক কোয়ালিফিকেশন মানব জীবনের এক অমূল্য সম্পদ এবং দুর্দিনের অবলম্বন। মাদ্রাসা শিক্ষার্থীদের মাতৃভাষা বাংলা,আরবি ও ইংরেজীতে পারদর্শিতা অর্জন করতে হবে। দ্বীনি শিক্ষা বিস্তারের ইতিহাসে যুগে যুগে মুসলিম মহীয়সী নারীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। মাদ্রাসার ছাত্রীদের তাঁদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। শিক্ষার্থীদের মোবাইল-ফেসবুক ব্যবহারে সতর্ক হতে হবে। কেননা মোবাইল-ফেসবুক আধুনিক যুগের ডিভাইস কোকেন। গতকাল বাস টার্মিনালস্থ কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসা মিলনায়তনে আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান আলোচকের বক্তব্যে প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও গবেষক ডঃ আ.ফ.ম খালিদ হোসেন এসব কথা বলেন। মাদ্রাসা অধ্যক্ষ ফরিদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, যথাক্রমে সীতাকুন্ড কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক ও চট্টগ্রাম ওমরগণি এম.ই.এস কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক অধ্যাপক ডঃ আ. ফ. ম খালিদ হোসেন। অনার্সের বিভাগীয় প্রধান ডঃ মোঃ নুরুল আবছারের সঞ্চালনায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মাওলানা জহির আহমেদ , মুহাদ্দিস মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা গিয়াসুদ্দিন, প্রভাষক আ.স.ম আরিফুর রহমান, আব্দুল্লাহ আল-মাহমুদ, জসিম উদ্দিন প্রমুখ। উক্ত ওরিয়েন্টেশন ক্লাসে মাদ্রাসার সিনিয়র শিক্ষকমন্ডলী এবং অনার্স ১ম বর্ষ ও মাদরাসার অন্যান্য সিনিয়র শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।