পেকুয়া সংবাদদাতাঃ

পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে চেয়ারম্যান মেধা বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। মগনামা ইউপির চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম কর্তৃক আয়োজিত মেধা বৃত্তি পরিক্ষায় ইউনিয়নের উচ্চ বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্ডেন স্কুলগুলো অংশ গ্রহণ করেন।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় চেয়ারম্যানের সার্বিক তত্ত্বাবধায়নে মগনামা উচ্চ বিদ্যালয় হল রুমে মেধা বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।

চেয়ারম্যান ওয়াসিম বলেন, শিক্ষার ক্ষেত্রে অনেক পিছিয়ে ছিল মগনামা ইউনিয়ন। আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার অনাগ্রসর শিক্ষা ব্যবস্থাকে উন্নতিকরণের লক্ষ্যে বেশ কিছু প্রদক্ষেপের অংশ হিসাবে মেধা বৃত্তি চালু করেছি। ১ম বৃত্তি পরিক্ষায় ব্যাপক সাড়াও পেয়েছি। দক্ষ পরিক্ষক ইব্রাহিম স্যার ও আক্তার স্যারের নেতৃত্বে পরিক্ষা আয়োজন হচ্ছে। সকলের সহযোগিতায় এ মেধা বৃত্তি আমি চালু রাখতে চাই। কলেজ ও স্কুলের মেধাবীরা শিক্ষকগণ শিক্ষার্থীদের খাতাগুলো মূল্যায়ন করবেন। রেজাল্টও দেওয়া হবে আজ শনিবার। বৃত্তিপ্রাপ্তদের আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হবে ২ ফেব্রুয়ারী।