ফারুক আহমদ, উখিয়া :
উখিয়া কেজি স্কুল এসোসিয়েশন মেধাবৃত্তি পরীক্ষা ২০১৯ শুক্রবার (২৭ ডিসেম্বর) শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
রাজাপালং আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় উপজেলার ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ শত ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এদিকে বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন উখিয়া উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মুকতার আহমদ। এ সময় আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবুল আহমদ উখিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমদ ও উখিয়া কেজি স্কুল এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর চৌধুরী।
এদিকে রাতেই বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়ছে। ফলাফল বিবরণীতে দেখা যায় ট্যালেন্টপুলে ২৫ জন ও প্রথম গ্রেডে ২৫ জন শিক্ষার্থী মেধা তালিকায় বৃত্তি লাভ করেন।
এবারে উখিয়া কেজি স্কুল এসোসিয়েশন বৃত্তি পরীক্ষার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক নুরুল আবসার। পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন প্রধান শিক্ষক মোশারফ হোসেন, এম জসীম উদ্দীন সহ ১৫ জন অভিজ্ঞ শিক্ষক।