এম.মনছুর আলম, চকরিয়া:

চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত এলামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় চকরিয়া কোরক বিদ্যাপীঠের শিক্ষক “হলরুম” মিলনায়তনে এলামনাই এসোসিয়েশনের আহ্বায়ক মাষ্টার নুরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব মো.হেলাল উদ্দিনের সঞ্চলনায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভার শুরুতে শ্রদ্ধাভরে স্মরণ করেন প্রতিষ্টালগ্ন থেকে বিদ্যালয়ের অবদান রেখে যেসব গুনিজন ব্যক্তি ও শিক্ষকরা ইন্তেকাল করেছেন তাদেরকে। এছাড়াও বিদ্যালয়ের যে সব শিক্ষার্থীরা অকালে প্রাণ হারিয়ে পরপারে চলে গেছেন তাদেরও স্মরণ করা হয় উক্ত সভায়। সভায় আহ্বায়ক কমিটির সদস্য সচিব হেলাল উদ্দিন অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বিগত সভার বিভিন্ন কার্যক্রম পাঠ করে শুনান। পরে তিনি এলামনাই এসোসিয়েশনের সদস্য রেজিষ্ট্রেশন কার্যক্রম, নির্বাচন, গঠনতন্ত্র চুড়ান্ত বিষয়ের উপর উপস্থিত ব্যাচ প্রতিনিধির কাছে মতামতের জন্য আহ্বান করেন। এ সময় মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন, প্রাক্তন শিক্ষার্থী আবদুল মন্নান, আ,ন,ম রুস্তম গণি, আলমগীর হোসেন রানা, নুরুদ্দোজা, মনসুর মহসিন, মো: নুরুল আমিন, এম.মনছুর আলম, রিপন, কাউছার, মো.শহিদুল্লাহ, মিফতাহ, তারেক, শিপলুসহ এলামনাই এসোসিয়েশন এর উপস্থিত স্ব স্ব ব্যাচের প্রতিনিধিরা।
পরে উপস্থিত ব্যাচ প্রতিনিধির মতামতের ভিত্তিতে আগামী ২৯ মে (ঈদের তৃতীয় দিন) সম্ভাব্য তারিখে গণতান্ত্রিক পন্থায় চকরিয়া কোরক বিদ্যাপীঠ এলামনাই এসোসিয়েশন নির্বাচন (ভোটের) তারিখ নির্ধারণ, আগামী মার্চ মাসের ভেতরে সদস্যদের চুড়ান্ত ভোটার তালিকা হালনাগাদ ও জানুয়ারী মাসের মধ্যেই চুড়ান্ত ভাবে গঠনতন্ত্র প্রণয়ন করে প্রকাশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া সভায় এলামনাই এসোসিয়েশন এর সদস্য রেজিষ্ট্রেশন কার্যক্রম পক্রিয়া প্রাথমিক ভাবে নির্বাচনের তফসিল ঘোষনা পর্যন্ত অব্যাহত রাখার জন্য সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।