প্রেস বিজ্ঞপ্তি:

আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন, মহেশখালীর প্রায় প্রতিটি মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ভাবে সহযোগীতা করা হয়েছে। এছাড়া নতুন প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানকে সার্ভিক সহযোগীতা করবে সরকার। আমরা ওই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। বছরের প্রথম দিনেই প্রতিটি শিক্ষার্থীর হাতে পৌঁছে যাবে বিনামুল্যের বই। ইতোমধ্যে প্রতিটি শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে তিনি ইতিহাসের অংশ হয়েছেন। যতদিন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে ততদিন বিনামুল্যে বই পাবে শিক্ষার্থীরা।

তিনি শুক্রবার বেলা ২টায় কালারমারছড়ার উত্তর নলবিলায় হাসান বশির নুরানী মাদ্রাসার উদ্বোধনকালে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।

প্রতিষ্ঠাতা হাসান বশিরের সভাপতি অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মাওলানা ইদ্রিস ফারুকী, ডাঃ মনসুর আহমদ, বদরুল আনসারী, উপজেলা আওয়ামী লীগ নেতা সরওয়ার আজিম, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জাকরিয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য রুহুল আমিন, ছোট মহেশখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল করিম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এডঃ শেখ কামাল, জেলা ছাত্রলীগের সহসভাপতি আশহাদ উল্লাহ সায়েম, কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বদিউল আলম, রফিকুল ইসলাম, ইউপি মেম্বার লেয়াকত আলী, মাস্টার হুমায়ুন কবির, ছাত্রনেতা শাহনেওয়াজ, জয় মোহাম্মদ জিসান খান, মুজিবুল হক, নুর মোহাম্মদ বাদশা, নজরুল ইসলাম, শাহেল মোঃ আশেক ও মোহাম্মদ রিয়াদ।