প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ-চেয়ারম্যান জুয়েল

প্রেস বিজ্ঞপ্তি :

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, তাদেরও স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। তারা যাতে হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সবার বিশেষ নজর রাখা হবে। পাশাপাশি তাদের সেবা এবং আইনগত সহায়তা কীভাবে বাড়ানো যায় সেবিষয়েও নজর রাখা জরুরী। বৃহস্পতিবার সকালে কক্সবাজার সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা নোঙরের উদ্যোগে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের আইনগত সহায়তা ও সেবা প্রাপ্তি’ বিষয়ক এক আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন।

ইউএনডিপি ও ইপসার সহযোগিতায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম মাহফুজুর রহমান। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল। বিশেষ অতিথি ছিলেন-সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের, নোঙরের নির্বাহী পরিচালক দিদারুল আলম রাশেদ। নোঙরের প্রজেক্ট কর্ডিনেটর সোহেল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বক্তব্যে রাখেন-উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা খোরশেদ আলম, বাস মিনিবাস মালিক সমিতির কার্যকরী সভাপতি এনামুল হক, সাংবাদিক বলরাম দাশ অনুপম, ব্লাষ্টের অলক কুমার রায়, জাতীয় মহিলা আইনজীবি সমিতির বেলী বদন তৈয়বা, সূর্যের হাসি ক্লিনিকের জালাল উদ্দিন, শেখ রাসেল শিশু পুনবার্সন কেন্দ্রের সুজন সূত্রধর, এলএমআরএফের সুধীর চন্দ্র দাশ, এসআরপিভির মনোয়ারুল ইসলাম, ফতেখারকুল দৃষ্টি প্রতিবন্ধী সংগঠনের সভাপতি ফোরকান, খুরুশকুলের পম্পি দে।