মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান):
কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ও গর্জনিয়ায় পৃথক অভিযান চালিয়ে এক পলাতক আসামীসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক মোঃ আনিসুর রহমানের নির্দেশে এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে একদল পুলিশ এ দুই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। প্রথমে কচ্ছপিয়া ইউনিয়নের কচ্ছপিয়া গ্রাম থেকে মৃত জাফর আলমের ছেলে শামসুল আলম (২৩)কে গ্রেপ্তার করেন। সে একটি জিআর মামলার আদালতের গ্রেপ্তারী পরোয়ানা মাথায় নিয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন। এর পরে পুলিশ গর্জনিয়া ইউনিয়নের সিকদার পাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদকাসক্ত কামাল হোসেনকে মদের খালি বোতলসহ আটক করে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবরে প্রেরণ করেন। ইউএনও মোবাইল কোর্টের মাধ্যমে তিন মাসের সাজা প্রদান করেন। এর পর পুলিশ শামশুল আলম ও কামাল হোসেনকে আদালতে সোপর্দ করেন।
গর্জনিয়া ফাঁড়ী পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ২
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
