মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার শহরের এন্ডারসন রোডের শেখ রাসেল সড়কস্থ প্রবীণ আইনজীবী এডভোকেট তোফায়েল আহমেদ (রামুর গর্জনিয়া বাজার) ও শাহজাহান বেগমের পুত্র মোর্শেদ হাসানুর রশিদ প্রকাশ সোহেলের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় নুরপাড়া কুলসুম নগর জামেয়া উমিদিয়া মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় মরহুমের ভাগিনা মাওলানা মোহাম্মদ নকীব ইমামতি করেন। জানাজার পূর্বে লালদীঘির পূর্ব পাড়স্থ বায়তুর রহমান জামে মসজিদের খতিব মাওলানা আতাউল্লাহ, কক্সবাজার পৌরসভার ১০ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর সালাহউদ্দিন সেতু, মরহুমের ভগ্নিপতি জাবের আহমদ চৌধুরী চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ আমিনুল ইসলাম মুকুল, মরহুমের ছোট ভাই অধ্যাপক সদরুদ্দিন সৌরভ বক্তৃতা করেন।
জানাজায় প্রচুর মুসল্লীর সমাগম ঘটে। জানাজা শেষে শহরের গোলদীঘির দক্ষিণ পাড়স্থ কক্সবাজার বড় কবরস্থানে মরহুম মোর্শেদ হাসানুর রশিদ সোহেলকে দাফন করা হয়।
প্রসঙ্গত, মোর্শেদ হাসানুর রশিদ সোহেল (৩৭) গত ২৫ ডিসেম্বর ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। তার আগে, গত ২২ ডিসেম্বর মোর্শেদ হাসানুর রশিদ সোহেল কিডনি জনিত রোগে গুরুতর অসুস্থ হলে তাকে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতালে, পরে চট্টগ্রামে প্রাইভেট ক্লিনিক পার্কভিউ হাসপাতালে ভর্তি করিয়ে সেখানে লাইফ সাপোর্ট রাখা হয়। বুধবার ২৫ ডিসেম্বর বেলা আড়াইটার দিকে তার লাইফ সাপোর্ট খুলে নিয়ে চিকিৎসকগণ তাকে মৃত ঘোষনা করেন। ২ ভাই ১০ বোনের মধ্যে মোর্শেদ হাসানুর রশিদ সোহেল ছিলেন পঞ্চম। মৃত্যুকালে মরহুম স্ত্রী, ১ কন্য, পিতা, মাতা সহ অনেক আত্মীয় স্বজন রেখে যান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।