হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :

১৯৯৪ সালে প্রতিষ্টিত হ্নীলা আলফালাহ একাডেমীর মেধাবী ছাত্র-ছাত্রীরা ২০১৯ সালেও টেকনাফ উপজেলার বৃত্তি পরীক্ষা আয়োজনকারি স্বনামধন্য প্রতিষ্টান যথাক্রমে গুলফরাজ হাশেম ফাউন্ডেশন বৃত্তি পরিক্ষা, এফআরএইচ মেধা বৃত্তি পরিক্ষা, ডঃ গাজী কামরুল ইসলাম স্মৃতি বৃত্তি পরিক্ষা, হ্নীলা একাডেমি বৃত্তি পরিক্ষায় অংশগ্রহন পূর্বক স্টান্ডার্ড সেভেন ও স্টান্ডার্ড ফোর মিলে ট্যালেন্ট ও সাধারণসহ ২৮টি বৃত্তি অর্জন করে উপজেলায় শীর্ষ অবস্থান নিয়ে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এসব পরীক্ষা ছিল তীব্র প্রতিযোগীতামূলক। শত শত ছাত্র-ছাত্রী এসব পরীক্ষায় অংশ গ্রহন করেছে। সাফল্যের পেছনে সম্মানিত শিক্ষকবৃন্দের অক্লান্ত পরিশ্রম ও অভিভাবকবৃন্দের আন্তরিক সহযোগিতা-সচেতনতা এবং সর্বোপরি পরিচালনা পরিষদের নিবিড় তদারকিই মুখ্য ভূমিকা রেখেছে। এ সফলতা মহান মাবুদের মেহেরবানী ছাড়া আর কিছুই নয়। উপজেলাভিত্তিক মর্যাদাপূর্ণ এ বৃত্তিসমুহ অর্জন করায় অধ্যক্ষ নুরুল হোছাইন ছিদ্দিকী ও একাডেমী পরিচালনা পরিষদের সভাপতি ফোরকান আহমদ বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদেরকে আন্তরিক অভিনন্দন ও শিক্ষকবৃন্দ, অভিভাবক, পরিচালনা পরিষদ সদস্যবৃন্দ ও এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন এবং অবকাঠামোগতভাবে জরাজীর্ণ এ শিক্ষা প্রতিষ্টানের সার্বিক উন্নয়নে সর্বমহলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।