রিয়াজ উদ্দিন ,পেকুয়া :

পেকুয়ায় মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা শেষ হয়েছে। প্রায় ৩ হাজার দরিদ্র নারী-পুরুষ ওই চিকিৎসা সেবায় অংশ নিয়েছেন। মগনামা ইউনিয়ন পরিষদ বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্যোগ নিয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবার কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। পেকুয়ার ইউএনও সাঈকা শাহাদাত চিকিৎসা ক্যাম্পের এ উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন। এ সময় সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্টিত হয়েছে। মগনামা ইউপির চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমের সভাপতিত্বে ও ইউপির সচিব অনিল কান্তির অনুষ্টান সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন পেকুয়ার ইউএনও সাঈকা শাহাদাত। চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন ও সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম পার্ক ভিউ হাসপাতালের এমডি ডা: এটিএম রেজাউল করিম, বক্তব্য রাখেন হাসপাতালের ডিজিএম হুমায়ুন কবির, মগনামা শাহ রশিদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুর। বক্তব্যে ইউএনও সাঈকা শাহাদাত বলেছেন, এ ধরনের উদ্যোগ খুবই প্রশংসনীয়। মগনামার ইউপিতে মহৎ ও কল্যাণকর এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। দরিদ্র ও পীড়িত মানুষের চিকিৎসা সেবার জন্য এ ধরনের চিকিৎসা সেবা মগনামার পাশাপাশি অন্য ইউনিয়ন গুলিতেও উদ্যোগ নেওয়া প্রয়োজন। অনুষ্টানের সভাপতি মগনামা ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম বক্তব্যে তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেছেন, আমি চট্টগ্রামের পার্কভিউ হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি কৃতজ্ঞতা জানিয়ে বলছি এ উদ্যোগ মানবতা ও মনুষ্যত্ববোধকে জাগ্রত করে তোলে। আজকে চিকিৎসার জন্য আমার ইউনিয়ন থেকে হাজার হাজার নারী-পুরুষ জড়ো হয়েছে। চিকিৎসকরা মানুষের কঠিন সময়ে প্রাণ বাঁচাতে ছুটে যান। পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক। সে সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ বিনামূল্যে ঔষধও সরবরাহ দিচ্ছেন। পার্ক ভিউ হাসপাতালের এমডি ও অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসক রেজাউল করিম বলেছেন, আমরা বিশ্বমানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এ হাসপাতালের প্রয়োজনীয়তা অনুভব করছিলাম। আমেরিকা, ব্যাংকক, সিঙ্গাপুর, ভারত ও ইউরোপসহ উন্নত বিশ্বে যে ভাবে প্রযুক্তিগতভাবে চিকিৎসা সেবা নিশ্চিত করেছে আমরাও সে ভাবে এ হাসপাতাল সাজিয়েছি। সব শ্রেণীর মানুষ এ হাসপাতাল থেকে চিকিৎসা পাওয়ার সক্ষমতা তৈরী হয়েছে। এ দিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও মেডিসিন সরবরাহ পেতে ওই দিন সকাল থেকে মগনামা ইউপির কার্যালয়ে হাজারো মানুষ জড়ো হয়। পার্কভিউ হাসপাতাল থেকে এ চিকিৎসা সেবা ও ক্যাম্প উম্মুক্ত করা হয়েছে। প্রায় ৪৫ জন চিকিৎসক ওই দিন মগনামা ইউপির মাঠে তাঁবুতে বসে রোগীদের ব্যবস্থাপত্র, পরামর্শ দিয়েছেন। ইউপি সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী, প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।