এম.নুরুদ্দোজা,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ভান্ডারীর ডেপা নামক এলাকার আব্দুর রহিমের গৃহবধূ শাহানা বেগম স্বামীর টাকার প্রয়োজনে শনিবার (২১ ডিসেম্বর) সকালে চকরিয়া শহরে এসে স্বর্ণের দোকানে গলার চেইন বন্ধক দিয়ে নয় হাজার টাকা নেয়, ওই টাকা বিকাশ এজেন্ট রহমান নামে দোকানে গিয়ে স্বামীর কাছে টাকা পাঠাতে গিয়ে ভুল নাম্বারে চলে যায় । এতে তখন টাকা চলে যাওয়ার নাম্বারের ব্যক্তিকে বিকাশ দোকানী সহ একাধিক ব্যক্তি অনুরোধ করার পরও টাকাগুলো ফেরত দেইনি , গৃহবধূ শাহানা বেগম ঘটনাটি স্বামীকে জানালে স্ত্রীর উপর ক্ষিপ্ত হয়ে যায় স্বামী।
একদিকে স্বামীর টাকার প্রয়োজন অন্যদিকে স্বামীর বকনি তখন গৃহবধূ শাহানা বেগম নিরুপায় হয়ে শরণাপন্ন হয় চকরিয়া থানা পুলিশের কাছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমানের নির্দেশে ডিউটি অফিসার এ এস আই কামালের হস্তক্ষেপে ভুল বিকাশ নাম্বারে চলে যাওয়া টাকাগুলো ফেরত আনতে সক্ষম হয়।
শনিবার সন্ধ্যা ৭ টায় থানার সেকেন্ড অফিসার এস আই রুহুল আমিন ও ডিউটি অফিসার এ এস আই কামাল গৃহবধূ শাহনা বেগমের হাতে টাকা গুলো ফেরত দেন।
ডিউটি অফিসার এএসআই কামাল জানান, বিকাশের নাম্বারের ব্যক্তি টাকা গুলো ফেরত দেওয়ার ইচ্ছা থাকলেও একাধিক ব্যক্তি ওই নাম্বারে ফোন দেওয়ার কারনে সে টাকাগুলো ফেরত দেয়নি। পুলিশ ফোন দেওয়ার পর নিশ্চিত ও নির্ভরশীল হয়ে টাকাগুলো ফেরত দিয়েছেন বলে জানা যায় ।
গৃহবধূ শাহানা বেগম বলেন, স্বামী তাকে ভুল বুঝেছে টাকাগুলো ফেরত পেয়েছি । এখন আর টাকা পাঠানো হবে না, বন্ধক দেওয়া চেইন টি নিয়ে সে বাড়ি ফিরে যাবে। এরপরে টাকা ফেরত পাওয়ার ঘটনা পুনরায় স্বামীকে জানাবেন ।