সংবাদ বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার সদরের পোকখালীতে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং পোকখালী ইউডিসি আউটলেট শাখা উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার এএইচ এম মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া কক্সবাজার ব্রাঞ্চ ম্যানেজার গিয়াস উদ্দিন চৌধুরী, কক্সবাজার নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল স্পেশাল পিপি এডঃ একরামুল হক, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান, পোকখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির আহমদ, পোকখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাহের আহমদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আজিজুল হক রুবেল।
অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও শাখা পরিচালক সাহাব উদ্দিন, বেলাল উদ্দিনসহ বিভিন্ন স্তরের মান্যগন্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং সেবাগুলো হলোঃ
বিদেশ দেকে পিন কোডের মাধ্যেমে পাঠানো টাকা উত্তোলন করা যাবে।
সেভিং একাউন্ট, কারেন্ট একাউন্ট সহজ যাবতীয় ব্যাংকি লেনদেন ফিঙ্গারের মাধ্যেমে আদান প্রদান করতে পারবে।
ATM কার্ডের প্রসেচিং সহজ চেক বইয়ের প্রদান করা যাবে।
পাসপোর্টের ফি জমা, পল্লী বিদ্যুৎ বিল জমা নেওয়া হবে।
তাছাড়া সকল ব্যাংকিং কার্যক্রম সহজেই করা হবে।