মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) গুলশান আরা বলেছেন, বর্তমান সরকার হত দরিদ্রদের ভাগ্যের পরিবর্তনে বদ্ধ পরিকর। এজন্য দেশের শতভাগ মানুষকে দারিদ্র্য সীমার উপরে উঠাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সরকার। ফলে দেশের গ্রামাঞ্চল এখন শহরে পরিণত হচ্ছে। যা দারিদ্র্য বিমোচনে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের সুফল।

কক্সবাজারের মহেশখালী উপজেলার দক্ষিণ পুটিবিলা প্রিজম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে গরীব, অসহায় ও দুস্থ শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে প্রধানমন্ত্রীরা কার্যালয়ের পরিচালক একথা বলেন। মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার ২০ ডিসেম্বর আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার, মহেশখালীর ইউএনও মোঃ জামিরুল ইসলাম, মহেশখালীর সহকারী কমিশনার (ভূমি) প্রমুখ উপস্থিত ছিলেন।