মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

তরুণেরাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সবকিছুর দ্রুত ও টেকসই পরিবর্তন আনতে পারে। তাই এদেশে পরিবর্তন আনতে হলে, গুনেধরা সমাজ ব্যবস্থাকে বদলাতে হলে, দেশের সকল কর্মকান্ডে তরুণদের সক্রিয়ভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর কক্সবাজার শহরের ওশান প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্টে UNDP কর্তৃক আয়োজিত HUMAN RIGHTS DAY AND 16 DAYS CAMPAIGN উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন একথা বলেন। এ অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজ হতে আগত শিক্ষার্থীবৃন্দ, জেলা পুলিশের বিভিন্ন থানা ও ইউনিটে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও UNDP এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

“মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা” শীর্ষক প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন আরো বলেন, বিশ্বের ইতিহাস খুললে দেখা যাবে, সকল ইতিবাচক, কল্যালকর ও গঠনমূলক পরিবর্তনে তরুণদের সক্রিয় ও অগ্রণী ভূমিকা ছিলো। তাই আমাদের প্রিয় দেশটাকে গড়ে তুলতে হলে সবক্ষেত্রে তরুণ প্রজন্মকে প্রাধান্য দেওয়ার কোন বিকল্প নেই। অনুষ্ঠানে ইউএনডিপি’র প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সংস্থা গুলোর প্রতিনিধিরা বক্তব্য রাখেন।