ইফতেখার সাজিদ রোকন:
পুলিশ-এমন একটা শব্দ, যা শুনলেই সাধারণ মানুষের মনে ভীতির সঞ্চার হয়। আবার এ পুলিশ হলো দেশের সম্পদ ও জনগণের সেবক। কিন্তু বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুলিশ আর জনগনের মাঝে একটা দূরত্ব কাজ করে প্রতিনিয়ত। এতে করে দেখা যায় আইনী সহায়তা পাওয়ার প্রথম কেন্দ্রস্থল থানাতে মানুষ যেতে চায় না। আর থানার ওসির সাথে গিয়ে কথা বলা এটাতো সাধারণ জনগনের কাছে অকল্পনীয় ব্যাপার।

জনগনের এ পুলিশ ভীতির ট্যাবুকে ভাংগতে মাঠে নেমেছে কক্সবাজারের কুতুবদিয়ার পুলিশ বাহিনী। কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস একজন জনবান্ধব পুলিশ হিসাবে দ্বীপের মানুষকে সেবা দিতে নানা ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন সবসময়। তার নানা কার্যক্রম ইতোমধ্যে বেশ প্রশংসিত। কুতুবদিয়া থানার পুলিশ বাহিনীকে নতুনভাবে সাজাতে যে উদ্যমী পদক্ষেপগুলো তিনি নিয়েছেন তার একটি হলো ‘আপনার ওসি আপনার দোরগোড়ায়’ সেবা কার্যক্রমটি।

‘আপনার ওসি আপনার দোরগোড়ায়, আপনার সমস্যা এখানেই বলুন..’ স্লোগানে এ কার্যক্রমের প্রথম অনুষ্ঠান বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় কৈয়ারবিল আইডিয়াল হাইস্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

কুতুবদিয়া থানার উপ-পরিদর্শক মোসলেম উদ্দিন বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা পরিষদের সদস্য মাষ্টার আহমদ উল্লাহ, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন কুতুবদিয়া সভাপতি মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুল, দুর্নীতি প্রতিরোধ কমিটি কুতুবদিয়া শাখার সভাপতি অধ্যাপক আবদুস সাত্তার ও স্থানীয় ইউপি সদস্য মীর কাশেমসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

সমাবেশে বাংলাদেশ মানবাধিকার কমিশন কুতুবদিয়া উপজেলা শাখার সভাপতি মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুল পুলিশের এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, ‘জলদস্যু, মাদক, সন্ত্রাস ও জঙ্গী দমনে কুতুবদিয়া থানার ভুমিকা প্রশংসনীয়। ‘আপনার ওসি আপনার দোরগোড়ায়’ কার্যক্রমের মাধ্যমে পুলিশ এবং সাধারণ জনগনের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে যা পুলিশের কর্মকান্ডকে আরো গতিময় করে তুলবে।’

দুর্নীতি প্রতিরোধ কমিটি কুতুবদিয়া শাখার সভাপতি অধ্যাপক আবদুস সাত্তার বলেন, ‘এ সেবা কার্যক্রমের মুখ্য উদ্দেশ্য হলো জনগণকে পুলিশমুখী করা। পাশাপাশি এ সেবার মাধ্যমে পুলিশ জনগনের দূরত্ব কমিয়ে আনা। এতে করে অপরাধীদের বিষয়ে আরও তথ্য পাবে পুলিশ। যা অপরাধ নিয়ন্ত্রণে আরও জোরালো ভূমিকা রাখবে।’

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, ‘এখন থেকে অভিযোগ, জিডি, মামলা করতে থানায় যাওয়ার প্রয়োজন নেই এই কার্যক্রমের মাধ্যমে সকল সেবা এখন আমরাই আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেব। আগামী সপ্তাহে আমরা আবারো আসব আপনাদের যে কোন অভিযোগ নির্ভয়ে জানাতে পারবেন।’

ওসির এ যুগান্তকারি উদ্যোগ দ্বীপের সর্বস্তরে ব্যাপক সাড়া ফেলেছে।